জাতীয় :
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না, জামিন পেলেই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে এসে তিনি এ কথা বলেন।
এর আগে, বুধবার দুপুরে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে আসেন তার পরিবারের স্বজনরা। সেখান থেকে বের হয়ে তার বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। জামিন পেলেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।’
জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যথাক্রমে ১০ ও ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন খালেদা জিয়া। গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। চলতি বছরের ১ এপ্রিল থেকে কারা হেফাজতে বিএসএমএমইউ হাসপাতালের ৬০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন তিনি।