মেহেদী হাসান রিয়াদ, দেবিদ্বার (কুমিল্লা:
কুমিল্লার দেবিদ্বারে আালোচনা সভা, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেককাটা, পতাকা উত্তোলন, পায়রা উড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরবজ্জল ও সংগ্রামের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে উপজেলা যুবলীগের উদ্যাগে ও দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী সভাপতিত্বে আলোচনা সভা ও শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।
এসময় রাজী ফখরুল বলেন, স্বাধীনতার পর জাতীয় চার মূলনীতি সামনে রেখে আত্মনির্ভরশীল যুব সমাজ গড়ে তুলতে যুবসমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যুবলীগের জন্ম হয়। যুব আন্দোলনের পথিকৃৎ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই যুবলীগের নেতাকর্মীরা দেশ গঠনে আত্মনিয়োগ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি সুসংগঠিত দল, এ দলে প্রতিযোগিতা থাকবে।
বৃহৎ এ দলের ইউনিয়নগুলোয় কাউন্সিল সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচিত হয়। কিন্তু এমন একটা দল বাংলাদেশে আছে বলে দাবি করে যাদের মেরুদ- বাঁকা, তারা ঘরের চার দেয়ালে বসে তাদের কমিটি করে, আমি তাদের উদ্দেশ্যে বলব, আপনারা আর ঘুমাবেন না, এবার জেগে উঠুন, দেখুন আমাদের গণ জোয়ার, আওয়ামীলীগ আজ স্বয়ং সম্পন্ন একটি দলে রুপান্তিত হয়েছে।
যুবলীগের উপজেলা সভাপতি আবুল কাশেম ওমানী বলেন, যুবলীগ বিশ্বাস করে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য দক্ষ ও যোগ্য যুবশক্তি তৈরি করতে হলে মেধা ও মননভিত্তিক রাজনৈতিক চর্চার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে যুবলীগ কাজ করে যাচ্ছে। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিভিন্ন প্লে-কার্ড, ব্যানার ফেস্টুন, কেপ, গেঞ্জি, জাতীয় পতাকা, দলীয় পতাকা, বাদ্যযন্ত্র বাজিয়ে হাজার হাজার নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজুর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বাহাউদ্দিন বাহার, যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবদুল মান্নান মোল্লা, সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম শামীম।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য মোসা. শিরিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম,উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজী কেফায়াতুল্লাহ, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সহিদুল্লাহ খাজা, পৌর যুবলীগের সভাপতি কামরুল খালেদ সুমন, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, রাজামেহার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৭২ সালের ১১ নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এক যুব কনভেনশনে প্রতিষ্ঠা হয় যুবলীগ।