মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে ২য় শ্রেণীতে পড়ুয়া দুই সহপাঠি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত ধর্ষক সুমন মিয়াকে(২৯) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে ধর্ষক সুমন মিয়াকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অভিযুক্ত ধর্ষক সুমন মিয়া(২৯) উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, তার মেয়ে(৭) ও তার স্বামীর ভাগ্নি(৮) স্থানীয় একটি বিদ্যালয়ে ২য় শ্রেণীর ছাত্রী। বুধবার বিকেলে তার মেয়ে, ভাগ্নি ও পাশের বাড়ীর সমবয়সী এক শিশু অভিযুক্ত সুমনের বাড়ীর পাশে খেলা করছিলো। সুমন কৌশলে ওই তিন শিশুকে পাশের বাড়ীর একটি ঘরে নিয়ে গিয়ে প্রথমে তার ভাগ্নিকে পরে তার মেয়েকে ধর্ষন করে এবং সাথে থাকা শিশুটিকে ঘটনাটি কাউকে না বলার জন্য দশ টাকা দিয়ে সুমন ঘটনাস্থল থেকে চলে যায়। পরে রাতে মেয়ে ও ভাগ্নি এ বিষয়ে তার মাকে জানালে তার মা পরদিন বৃহস্পতিবার সকালে মুরাদনগর থানায় এসে অভিযুক্ত সুমন মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই দিন রাতেই নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত সুমনকে শুক্রবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।