জাতীয় ডেস্ক:
রাঙামাটির রাজস্থলী উপজেলায় গুলিতে (ব্রাশফায়ার) জেএসএস মূল দলের তিনজন নিহত হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এখনো কারও মৃতদেহ উদ্ধার করতে পারেনি। নিহতদের পরিচয়ও পাওয়া যায়নি।
আজ সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল হোসেন। তিনি বলেন, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, নিহতরা জেএসএস মূল দলের সদস্য। অভ্যন্তরীন কোন্দলে এ হত্যাকাণ্ড ঘটেছে।
তবে জেএসএস এর সত্যতা নিশ্চিত করতে পারেনি।
স্থানীয় একটি সূত্র জানায়, বালুমুড়া গ্রামের কার্বারি ও তার ছেলেকে অপরণের পর হত্যা করা হয়েছে। বালুমুড়া এলাকাটি জেএসএস মূল দলের আধিপত্যাধীন।
রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবির বলেন, ‘জেএসএসের মূল দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জেনেছি।’