আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেন সীমান্তে দায়িত্ব পালন কালে দুই সৌদি সেনা সদস্য নিহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সৌদি নিউজ এজেন্সি’ সোমবার খবরটি নিশ্চিত করেছে। তবে তারা কিভাবে মারা গেছেন সে বিষয়ে বিস্তারিত জানায়নি বার্তা সংস্থাটি।
নিহতরা হচ্ছেন- সাঈদ আল-গামিদি ও বেদর ইসা এস-সেলিমি। তারা ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে দায়িত্ব পালন করছিলেন।
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলার প্রধান লক্ষ্যবস্তু সৌদি সেনারা। চলতি মাসের শুরুতে জিযান এলাকায় হুতিদের হামলায় পাঁচ জন সৌদি সেনা নিহত হন।
ইয়েমেনে ২০১৪ সালে রাজধানী সানাসহ বেশকিছু এলাকা হুতিরা দখলের পর থেকেই সেখানে সহিংসতা ও বিশৃঙ্খলা চলছে। তবে ২০১৫ সালে হুতিদের দমনে সৌদি জোট বিমান হামলা চালানোর পর থেকে দেশটিতে বিশৃঙ্খলা আরও বেড়ে যায়।
২০১৫ সালের পর থেকে এখন পর্যন্ত কয়েক হাজার বেসামরিক ইয়েমেনি নাগরিক ও সৌদি সেনা নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে, ইয়েমেনে অন্তত ১ কোটি ৪০ লাখ লোক অনাহারে মৃত্যু ঝুঁকিতে রয়েছেন।