তথ্যপ্রযুক্তি :
নতুন স্যাটেলাইট কার্টোস্যাট-থ্রি উৎক্ষেপণ করেছে ভারত। এর মাধ্যমে সীমান্তে শত্রুর দিকে নজর রাখবে তারা। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দাবি করেছে, এই স্যাটেলাইটটি এতটাই শক্তিশালী ও নিখুঁত যে শত্রুর হাতের বন্দুকও শনাক্ত করতে পারবে।
বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় এই স্যাটেলাইট। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পিএসএলভি সি ৪৭ রকেট ব্যবহার করে এই কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করল ইসরো। এটি শ্রীহরিকোটা থেকে ৭৪তম লঞ্চ ভেইকল বলে জানা গিয়েছে। সীমান্ত পাহারা দিতে এই কৃত্রিম উপগ্রহের সাহায্য নেবে ভারত।
মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এমন স্যাটেলাইট নিয়ে কাজ করছিল। যার মধ্যে অন্যতম হলো কার্টোস্যাট-থ্রি। সীমান্ত পাহারা ছাড়াও আবহাওয়ার গতিপ্রকৃতি থেকে দেশের প্রতিরক্ষার কাজেও ব্যবহার করা যাবে এই কৃত্রিম উপগ্রহ।