জাতীয় :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর হাইকোর্টের সামনের গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দলটির অজ্ঞাত ৫০০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করে।
আজ দুপুর দেড়টার দিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাব থেকে সমাবেশ করে হাইকোর্টের সামনে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে ওই সড়কের যানচলাচল ঘণ্টাব্যাপী বন্ধ হয়ে যায়। পুলিশ তাদের সড়কে বিশৃঙ্খলা তৈরি না করার অনুরোধ করলে তারা সরে যেতে অস্বীকৃতি জানায়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। বিক্ষুদ্ধ নেতাকর্মীরা কয়েকটি গাড়ির কাঁচ ভাঙচুর করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ঢাকাটাইমসকে বলেন, ‘দুপুরে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় রাত দশটার দিকে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা করেছে।’