এমকে আই জাবেদ:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শাহগদা টি-২০ ক্রিকেট টুর্নামের্›েটর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় শাহগদা গ্রামের খেলার মাঠে যুব সমাজ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করেন মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ (তমাল)।
উদ্বোধনী খেলায় খাগাতুয়া ক্রিকেট দল ৮৪ রানে অল আউট হয়ে যায়। এই দলের ৭ জন ব্যাটসম্যান ব্যক্তিগত শূন্য রানে আউট হয়। জয়ের জন্য ৮৫ রানে লক্ষে ব্যাট করতে নেমে বাড়ীয়াচারা ক্রিকেট দল ৬ ইউকেট হারিয়ে জয়ে লক্ষে পৌছে যায়।
শাহগদা টি-২০ ক্রিকেট টুর্নামের্›েটর উদ্ভোধনী অনুষ্ঠানে ও খেলায় উপস্থিত ছিলেন শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির সভাপতি আলমগীর সরকার, বাঙ্গরা বাজার প্রেস ক্লাবের আহ্বায়ক এম কে আই জাবেদ, মোঃ অহিদ মাস্টার, খন্দকার বাদল মেম্বার, আব্দুল ওহাব, নজরুল ইসলাম ডিলার, খবির উদ্দিন, মোঃ রিপন, নূরুজ্জামান, মোকুল রানা, মোঃ সৌরভ, আব্দুল লতিফ মিন্টু, মোঃ রুবেল, গিয়াস উদ্দিন, রাজীব, হাবিবুর রহমান প্রমূখ।
এই টুর্নামেন্টে ১৬ টি দল নক আউট ভিত্তিতে অংশ গ্রহণ করবে।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ আবুল কালাম আজাদ তমাল বলেন: খেলার মাধ্যমে যুবকদের মধ্যে সুস্থ প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব। এই ক্রিকেট খেলার মাধ্যমেই সাকিব, মাশরাফি, তামিমরা বাংলাদেশকে বিশ্ব দরবারে ব্যাপক পরিচিত প্রসার করেছেন এবং তৃণমূল এলাকা থেকেও যেন আগামীতে জাতীয় দলে খেলার যোগ্যতা যেন অর্জন করতে পারেন খেলোয়ারদের নিকট সেই প্রত্যাশা করেন।