ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নিক-প্রিয়াঙ্কার কোলে কার সন্তান?

বিনোদন :

কলকাতার পামেলা বসু সকালবেলা নেটে ঢুকতেই ‘থ’। হোয়াটসঅ্যাপে একটি ফরওয়ার্ড মেসেজ ঢুকেছে তার ফোনে। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, সাদা কালোতে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। নিকের কোলে এক সদ্যোজাত। একই অভিজ্ঞতা বারাসাতের দীক্ষা দে’র। ব্যাপারটা কী? নবার চোখ ফাঁকি দিয়ে নিক-প্রিয়াঙ্কা কি বাবা-মা হয়ে গেলেন? অথচ কেউ টের পর্যন্ত পেল না!

এসব ভাবনাই যখন একে একে সবাইকে গ্রাস করছিল তখনই বেরিয়ে এলো আসল রহস্য। ১ ডিসেম্বর ছিল নিক-প্রিয়াঙ্কার প্রথম বিবাহবার্ষিকী। তাদের ‘অ্যানিভারসারি গিফট’ হিসেবে এক অত্যুৎসাহী ফ্যানক্লাব ফটো এডিটিং সফটওয়ারে নিক-প্রিয়াঙ্কার ছবি এডিট করে নিকের কোলে এক সদ্যোজাতের ছবি জুড়ে দেয়।

ডিজিটালের যুগে কোনো কিছু ভাইরাল হয়ে যায় চোখের নিমেষে। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সেই ছবি। ভক্তদের মনে উদয় হয়েছে নানা জল্পনা। তবে জল্পনা যা-ই হোক, আপাতত নিজেদের মধ্যে বুঁদ হয়ে আছেন নিক-প্রিয়াঙ্কা। সবে তাদের দাম্পত্যের এক বছর হলো। আরও অনেক পথ চলা বাকি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

নিক-প্রিয়াঙ্কার কোলে কার সন্তান?

আপডেট সময় ০৩:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯

বিনোদন :

কলকাতার পামেলা বসু সকালবেলা নেটে ঢুকতেই ‘থ’। হোয়াটসঅ্যাপে একটি ফরওয়ার্ড মেসেজ ঢুকেছে তার ফোনে। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, সাদা কালোতে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। নিকের কোলে এক সদ্যোজাত। একই অভিজ্ঞতা বারাসাতের দীক্ষা দে’র। ব্যাপারটা কী? নবার চোখ ফাঁকি দিয়ে নিক-প্রিয়াঙ্কা কি বাবা-মা হয়ে গেলেন? অথচ কেউ টের পর্যন্ত পেল না!

এসব ভাবনাই যখন একে একে সবাইকে গ্রাস করছিল তখনই বেরিয়ে এলো আসল রহস্য। ১ ডিসেম্বর ছিল নিক-প্রিয়াঙ্কার প্রথম বিবাহবার্ষিকী। তাদের ‘অ্যানিভারসারি গিফট’ হিসেবে এক অত্যুৎসাহী ফ্যানক্লাব ফটো এডিটিং সফটওয়ারে নিক-প্রিয়াঙ্কার ছবি এডিট করে নিকের কোলে এক সদ্যোজাতের ছবি জুড়ে দেয়।

ডিজিটালের যুগে কোনো কিছু ভাইরাল হয়ে যায় চোখের নিমেষে। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সেই ছবি। ভক্তদের মনে উদয় হয়েছে নানা জল্পনা। তবে জল্পনা যা-ই হোক, আপাতত নিজেদের মধ্যে বুঁদ হয়ে আছেন নিক-প্রিয়াঙ্কা। সবে তাদের দাম্পত্যের এক বছর হলো। আরও অনেক পথ চলা বাকি।