খেলাধূলা :
শ্বাসরূদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশের মেয়েরা। পোখারায় রবিবার এসএ গেমসে ফাইনালে ২ রানে জিতে সালমা খাতুনের দল।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৯১ রান করে বাংলাদেশ। এত সহজ টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ছিটকে যেতে থাকে ম্যাচ থেকে শ্রীলঙ্কা।
শেষ ওভারে এসে লঙ্কানদের প্রয়োজন ছিল মাত্র ৭ রান। কিন্তু সেই রানটাও করতে পারেনি তারা। এই ওভার থেকে মাত্র ৪ রান তুলতে পারে তারা। ৮ উইকেটে ৮৯ রান করে শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন নাহিদা আকতার, একটি করে নেন জাহানারা, সালমা ও খাদিজাতুল কুবরা।
এদিকে এসএ গেমসে আজ আরচারি থেকে তিন স্বর্ণ পদক পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত ১১টি স্বর্ণ পদক জিতল।
এর আগে বাংলাদেশকে তায়কোয়ান্দো থেকে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন দিপু চাকমা। এরপর কারাতে থেকে স্বর্ণ পদক জেতেন আল আমিন, মারজান আক্তার প্রিয়া ও হুমায়রা আক্তার অন্তরা। এরপর শনিবার মাবিয়া আক্তার, জিয়ারুল ইসলাম ও ফাতেমা মুজিব বাংলাদেশের হয়ে স্বর্ণ পদক জেতেন।