মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) থেকে:
”মানবিক ব্যাংকিং সেবায় একমাত্র রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক লিমিটেডের কাজ” সে লক্ষ্য রেখে সারা বাংলাদেশের জনতা ব্যাংক শাখার ন্যায় কুমিল্লা তিতাস উপজেলার বাতাকান্দি জনতা ব্যাংক শাখায়ও ‘মাতৃ দুগ্ধপান কক্ষ’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার এটি উদ্বোধন করেন। এ
সময় উপস্থিত ছিলেন, বাতাকান্দি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন, গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন, হোমনা জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক মোজাফ্ফর আহমেদসহ বিভিন্ন গ্রাহক।
এদিকে ব্রেস্ট ফিডিং কর্ণার উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ আক্তার বলেল, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। উপজেলার অন্যান্য অফিসগুলোতে এমন ব্যবস্থা থাকা উচিত এবং আমি নিজের অফিসেও এ ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করো। অন্যদিকে অত্র শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, মানবিক ব্যাংকিং সেবায় আমাদের এগিয়ে যেতে হবে। শাখার ৮০ ভাগ গ্রাহক মহিলা সে ক্ষেত্রে প্রতিদিন দূরদুরান্ত থেকে মায়েরা ব্যাংকিং সেবা নিতে আসে এবং ছোট শিশুদের ব্রেস্ট ফিডিং করাতে তারা বিব্রতকর অবস্থায় পড়ে। এ দিকটি বিবেচনা করেই এই শাখায় ‘মাতৃ দুগ্ধপান কক্ষ’ স্থাপন করা হল। আশা করি এখন মায়েরা জনতা ব্যাংকে থেকে স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং সেবা গ্রহন করতে পারবে।