তথ্যপ্রযুক্তি ডেস্ক:
সাইবার অপরাধ ও ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে সন্দেহভাজন ১২২ চীনা নাগরিককে আটক করেছে নেপালের পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স দেশটির শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, সোমবার পুলিশের এক অভিযানে তাদেরকে আটক করা হয়। দেশটিতে ভ্রমণ ভিসায় গিয়ে অপরাধে জড়ানো বিদেশি নাগরিকদের ধরতে এটিই সবচেয়ে বড় অভিযান ছিল।
কাঠমান্ডুর পুলিশপ্রধান উত্তম সুবেদি জানান, ‘চীনা নাগরিকরা সাইবার অপরাধ ও ব্যাংকের ক্যাশ মেশিন হ্যাকিংয়ের চেষ্টায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। আটককৃতদের পাসপোর্ট ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। তাদেরকে বিভিন্ন থানায় আটক রাখা হয়েছে। প্রথমবারের মতো এতো বিদেশিকে একসঙ্গে আটক করা হল।
এখনও পর্যন্ত নেপালের চীনা দূতাবাসের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে কাঠমান্ডু পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা হবিন্দ্রা বোগাদি জানান, চীনের দূতাবাস নেপাল কর্তৃপক্ষের অভিযান সম্বন্ধে অবগত আছে এবং তারা সন্দেহভাজনদের আটকের ক্ষেত্রে সায়ও দিয়েছিল।