ফয়সল অাহমেদ খান,বাঞ্ছারামপুর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউপির চরশিবপুর গ্রামে তীব্র শৈত্যপ্রবাহে কষ্ট পাওয়া গরিব-দুস্থ ও অসহায় মানুষদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে মিতা গ্রুপ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে মিতা গ্রুপের সহায়তায় দুস্থ অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করে সামাজিক সংগঠন ‘মোখতার হোসেন মাস্টার স্মৃতি সংসদ’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির এডিসি জনাব এ এম সাঈদ( শিমুল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিতা গ্রুপের পরিচালক এনামুল হক শিমুল। এতে সভাপতিত্ব করেন মোখতার হোসেন মাস্টার স্মৃতি সংসদের সভাপতি ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আল মামুন (মিঠু),সাবেক সভাপতি মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক মোঃ আহসান উল্লাহ, সোনারামপুর ইউনিয় যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন বেদন মিয়া (মেম্বার), মোঃ শেখ সাদী, জাহিদুল হাসান রতন, হেলাল উদ্দিন সরকার, সোহেল রানা প্রমুখ।