আন্তর্জাতিক :
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ছুরি দিয়ে হামলা চালিয়েছে এক অজ্ঞাত ব্যক্তি। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।
বিবিসি অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, নিউ ইয়র্ক সিটির উত্তরে এক বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। এসময় ছুরি দিয়ে এক ব্যক্তি হামলা চালায়।
নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, হামলা করার পর সন্দেহভাজন ওই ব্যক্তি পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ তাকে আটক করে জেলে পাঠিয়েছে। এই হামলার উদ্দেশ্য এখন পর্যন্ত জানা যায় নি বলে খবরে বলা হয়েছে।
জানা যায়, ওই হামলাকারী এক ব্যক্তিকে পরপর ছুরি দিয়ে ছয়টি আঘাত করে। ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ওই বাড়িতে বহু লোকজন ছিলেন।
ঘটনার সময় উপস্থিত থাকা অ্যারন কন (৬৫) নামে এক ব্যক্তি বলেন, সেসময় আমি আমার জন্য প্রার্থনা করছিলাম, ওই হামলাকারী অনুষ্ঠানে প্রবেশ করা মাত্রই ছুরি দিয়ে কোপাতে থাকে।