আন্তর্জাতিক ডেস্ক:
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য জ়াকটেকসের একটি জেলখানায় কয়েদিদের মধ্যে সহিংসতায় অন্তত ১৬ জন কয়েদি নিহত হয়েছেন । আহত হয়েছেন আরও অন্তত পাঁচ জন। মঙ্গলবার স্থানীয় সময় বিকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে জেলখানা কর্তৃপক্ষ। খবর রয়টার্স’র
এক বিবৃতিতে সরকার নিহতের খবর নিশ্চিত করে জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকাল আড়াইটায় জেলখানার ভেতরে কয়েদিরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ এক কয়েদিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এবং তিনটি বন্দুক ও কয়েকটি ছুরি উদ্ধার করেছে।
বিবৃতিতে বলা হয়, এই ঘটনার পর কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহিংসতার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডো ক্ষমতায় আসার পর দেশটিতে ভয়াবহ সহিংসতার বড়ো উদাহরণগুলোর একটি মঙ্গলবারের কারাগারে সহিংসতার ঘটনা। যদিও ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন দেশটিতে সকল প্রকার সহিংসতা কমাতে তার সরকার কাজ করবে।