ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সোলেইমানির দাফনে পদপিষ্ট হয়ে ৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ও অভিজাত কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলেইমানির দাফনানুষ্ঠানে পদপিষ্ট হয়ে অন্তত ৪০ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৪০ জন।

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার ইরানে সোলেইমানির নিজ শহর কেরমানে দাফনের উদ্দেশ্যে রাজধানী তেহরান থেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার জানাজায় যোগ দিতে সড়কে লাখো ইরানির ঢল নামে।  

ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, শোকার্ত লোকজন অবসন্ন হয়ে ফ্লোরে পড়ে আছেন। অন্যরা তাদের বুকে ঘষামাজা করছেন। মাটিতে পড়ে থাকা কারো কারো মুখ জ্যাকেট ও কাপড় দিয়ে ঢাকা অবস্থায় দেখা গেছে। 

দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান পীর হোসেন কলিভান্দ বলেন, শোকমিছিলে অংশ নিয়ে বেশ কিছু লোক আহত হয়েছেন। অনেকে প্রাণ হারিয়েছেন।

কেরমানে এএফপির প্রতিনিধি বলেন, দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহরের রাস্তায় লোকে লোকারণ্য। নিহত জেনারেলের প্রতি শোক জানাতে তারা মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছেন।
শুক্রবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদে এক ড্রোন হামলায় কাসেম সোলাইমানিসহ আরো ৬ জন সহযোগী নিহত হয়।

সর্বোচ্চ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় ‘চরম প্রতিশোধ’ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে ইরান।

সোলেইমানি নিহতের ঘটনায় তিন দিনের ‘জাতীয় শোক’ ঘোষণা করেছিল ইরান।

এর আগে গত সোমবার রাজধানী তেহরানে সোলেইমানির জানাজায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ইমামতি করেন। এর এক পর্যায়ে তাকে কাঁদতেও দেখা গেছে। 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

সোলেইমানির দাফনে পদপিষ্ট হয়ে ৪০ জনের মৃত্যু

আপডেট সময় ০২:১৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ও অভিজাত কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলেইমানির দাফনানুষ্ঠানে পদপিষ্ট হয়ে অন্তত ৪০ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৪০ জন।

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার ইরানে সোলেইমানির নিজ শহর কেরমানে দাফনের উদ্দেশ্যে রাজধানী তেহরান থেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার জানাজায় যোগ দিতে সড়কে লাখো ইরানির ঢল নামে।  

ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, শোকার্ত লোকজন অবসন্ন হয়ে ফ্লোরে পড়ে আছেন। অন্যরা তাদের বুকে ঘষামাজা করছেন। মাটিতে পড়ে থাকা কারো কারো মুখ জ্যাকেট ও কাপড় দিয়ে ঢাকা অবস্থায় দেখা গেছে। 

দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান পীর হোসেন কলিভান্দ বলেন, শোকমিছিলে অংশ নিয়ে বেশ কিছু লোক আহত হয়েছেন। অনেকে প্রাণ হারিয়েছেন।

কেরমানে এএফপির প্রতিনিধি বলেন, দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহরের রাস্তায় লোকে লোকারণ্য। নিহত জেনারেলের প্রতি শোক জানাতে তারা মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছেন।
শুক্রবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদে এক ড্রোন হামলায় কাসেম সোলাইমানিসহ আরো ৬ জন সহযোগী নিহত হয়।

সর্বোচ্চ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় ‘চরম প্রতিশোধ’ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে ইরান।

সোলেইমানি নিহতের ঘটনায় তিন দিনের ‘জাতীয় শোক’ ঘোষণা করেছিল ইরান।

এর আগে গত সোমবার রাজধানী তেহরানে সোলেইমানির জানাজায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ইমামতি করেন। এর এক পর্যায়ে তাকে কাঁদতেও দেখা গেছে।