দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
‘‘হাতে হাত ধরি সুন্দর দেশ গড়ি’’এই শ্লোগানকে ধারন করে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ভিরাল্লা বাস স্টেশন এলাকায় শুক্রবার বিকেলে অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট শিল্পপতি ও দানবীর খসরুল আলম খাঁন এর নিজস্ব অর্থায়ানে এবং তাহার সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি ও জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সোহরাব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সাবেক মেম্বার আবদুল মতিন খাঁন, সমাজ সেবক মো. লিয়াকত আলী, প্রবাসী মো. আনোয়ার হোসেন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ি মো. আমির খান সহ আরো অনেকে।
এসময় ৪শতাধিক অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।