মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ শনিবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ ( হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মাহমুদা বেগম। বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার খাদিজা আক্তার, মো. নজরুল ইসলাম ও সোহাগ ভট্রাচার্য, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক গাজী মো. ইলিয়াস, আ’লীগের সদস্য মাহবুবুর রহমান খন্দকার, পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম , উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক ও উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারসহ আ’লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন গুরুপে ৫০ টি ইভেন্টে মোট ১৫০ টি পুরস্কার প্রদান করা হয়।