কবির হোসেন সওদাগর :
কুমিল্লার তিতাসে আইন-শৃঙ্খলা কমিটি ও প্রশাসনের মাসিক সমন্বয় সভা সোমবার উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সম্প্রতি সময়ে উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো গতিশীল তৎপর হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে আসন্ন এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রামে চলমান ওয়াজ মাহফিলের সাউন্ড সিস্টেম সীমিত পরিসয়ে রাখার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। এদিকে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দানকৃত সম্পত্তি অন্যের দখলে থাকলে বিষয়টি লিখিত আকারে প্রশাসনকে অবহিত করার জন্যও বলা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।
এতে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া, উপজেলা প্রকৌশলী মুহীব উল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিনসহ কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন ভূঁইয়া, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক সরকার, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর নবী, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক মিয়া সরকার, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. সালাহ উদ্দিন, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আলী আশরাফ প্রমূখ।