আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের ওপর রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার সরকারি বাহিনী নিয়ন্ত্রিত আলেপ্পোর পশ্চিমে কফার তাল গ্রামে ছয়টি শিশুসহ আট জনের এক পরিবারের সবাই নিহত হয়েছে। পাশাপাশি ইদলিব প্রদেশের দক্ষিণপূর্বে মারদাবেশে আরও নয় বেসামরিক নিহত হয়েছে।
রয়টার্সের নিকট নিহত এক স্বজনের পাঠানো অডিওতে ওই ব্যক্তি বলেন,‘খোদা সব জালেমের ওপর প্রতিশোধ নিবে। আমার পরিবারের আর কেউ রইলো না, সবাই চলে গেল।’
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আলেপ্পোর একটি আবাসিক এলাকায় ‘সন্ত্রাসীদের’ রকেট হামলায় দুই নারী ও একটি শিশু নিহত হয়েছে।
রাশিয়া সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিদ্রোহীদের বোঝাতে ‘সন্ত্রাসী’ পদটি ব্যবহার করে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন।
প্রায় নয় বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহী অধিকৃত অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করেছে আসাদ সরকার। শুধু উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব এখনো বিদ্রোহীদের দখলে রয়ে গেছে।
ইদলিব অঞ্চলের অন্তত তিন লাখ ৫০ হাজার বেসামরিক বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে পালিয়ে বেড়াচ্ছে ও সেখানে মানবিক সঙ্কট আরও ঘনিভূত হয়েছে বলে চলতি সপ্তাহে জানিয়েছে জাতিসংঘ।