স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দিতে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এ ভোট গ্রহণ শুরু হয়।
গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া জানান, শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতেই এই স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। নির্বাচনে ১৮৬২ জন ভোটার, এবং প্রার্থী ২৭ জন।
দশম শ্রেণির মোহাম্মদ তাহমীদ প্রধান নির্বাচন কমিশনার এবং ৮ম শ্রেণির মোঃ রাফিউ ইসলাম নবম শ্রেণির ফাহমিদা আল সামিয়া সহকারী কমিশনার সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
উপজেলার রায়পুর উচ্চ বিদ্যালয়, চিনামূড়া উচ্চ বিদ্যালয়, চশই উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ভোট গ্রহণ চলে।