জাতীয় :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৬ মার্চ বাংলাদেশ সফরে আসবেন বলে খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে মোদির এই সম্ভাব্য বাংলাদেশ সফরের কথা জানিয়ে পত্রিকাটি বলেছে, মোদি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধানবক্তা হিসেবে বক্তৃতা দেবেন।
সূত্রের খবর, সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্ত্রাসবাদ থেকে শুরু করে একাধিক বিষয়ে আলোচনা চালাবেন তিনি।