জাতীয় ডেস্ক:
আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের আনুষ্ঠানিকভাবে বের হওয়া নিয়ে এক সংবাদ সম্মেলন শেষে এমন আশাবাদ ব্যক্ত করেন হাইকমিশনার।
রবার্ট ডিকসন বলেন, ‘শনিবার অনুষ্ঠিত নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে। আমি আশা করব, জনগণ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধে এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন।’ ভোটের ফলাফল সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটারদের ভোটের প্রতিফলন ঘটবে বলেও আশা প্রকাশ করেন হাইকমিশনার।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকের সঙ্গে আমার কথা হয়েছে।
আমি নির্বাচনে মেয়র প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। চার প্রার্থীর সঙ্গে আমি
কথা বলেছি। আলোচনা করেছি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে। নিঃসন্দেহে
এটি বাংলাদেশের জন্য এক কৌতূহল উদ্দীপক আর গুরুত্বপূর্ণ মুহূর্ত।’
ভোটের দিন তথা ১ ফেব্রুয়ারি ব্রিটিশ এই হাইকমিশনার ভোট কেন্দ্র পরিদর্শন করবেন বলেও জানান।