জাতীয় :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, আইনের শাসনে আমরা বিশ্বাস করি ও আদালতের ওপর আমাদের এখনো আস্থা আছে। আমরা চেষ্টা করি। তা না হলে আমাদের আন্দোলন ছাড়া আর কোন বিকল্প নাই। আমাদের রাজপথ বেছে নিতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তির সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনাটা ওতোপ্রোতভাবে জড়িত।
রবিবার দুপুরে নড়াইলে দায়ের করা একটি মানহানিসহ রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
এর আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ নড়াইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নীলুফার শিরিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। ২০১৭ সালের ১২ ডিসেম্বর নড়াইল সদর আমলী আদালতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল বাদী হয়ে মানহানিসহ রাষ্ট্রদ্রোহিতার এ মামলা দায়ের করেন।