খেলাধূলা :
বিশ্বকাপ জয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সরকারের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হবে। মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, যখনই কেউ জিতে এসেছেন তখনই সংবর্ধনা দেওয়া হয়েছে। গণসংর্বধনা ওদেরও দেওয়া হবে বলে জানিয়েছেন সরকার প্রধান। আজকের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এ বিজয় আমরা উদযাপন করবো।
ওবায়দুল কাদের বলেন, বিজয়ী বীরদের গণসংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করছি তারা ফিরে এলে সুবিধামত সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।