ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কেমন ত্বকে কোন মাস্ক

লাইফস্টাইল :

শীতে ত্বকের বেশ অবহেলাই যায়। ত্বকের দেখভাল করার জন্য প্রয়োজন ঠিকঠাক ফেসমাস্ক লাগানো।

জেনে নিন কেমন ত্বকে কোন মাস্ক ব্যবহার করবেন: 

ত্বক তেলতেলে ও প্রায়ই ব্রণ হলে পিল-অফ মাস্ক ব্যবহার করুন। পিল-অফ মাস্ক একটা জেলের মতো দেখতে জিনিস যা মুখে লাগানোর পর শুকিয়ে যায় আর তা টেনে তুলতে হয়। মাস্ক টেনে তোলার সময়ই মুখে জমে থাকা সমস্ত মৃত কোষ ও ধুলো-ময়লাও মাস্কের সঙ্গেই উঠে আসে। 

আর ত্বক যদি খুব শুষ্ক হয় তবে আপনার জন্য চাই স্লিপ মাস্ক বা ওভারনাইট মাস্ক। এই মাস্ক মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়তে পারেন। শুষ্ক ত্বকে আর্দ্রতা ফিরে পেতে এই মাস্কের জুড়ি নেই। 

উজ্জ্বল লাবণ্যময় ত্বক চান? ব্যবহার করুন শিট মাস্ক। পাতলা তুলোর কাপড়ের মতো দেখতে এই মাস্কে সিরামসহ নানান উপকারী উপাদান মেশানোই থাকে, যা ত্বকে অ্যান্টি-অক্সিডেন্টের জোগান দেয়। 

সব শপিংমলেই কসমেটিকসের দোকানে মাস্কগুলো পেয়ে যাবেন। কেনার সময় মেয়াদ দেখে নিন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

কেমন ত্বকে কোন মাস্ক

আপডেট সময় ০২:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০

লাইফস্টাইল :

শীতে ত্বকের বেশ অবহেলাই যায়। ত্বকের দেখভাল করার জন্য প্রয়োজন ঠিকঠাক ফেসমাস্ক লাগানো।

জেনে নিন কেমন ত্বকে কোন মাস্ক ব্যবহার করবেন: 

ত্বক তেলতেলে ও প্রায়ই ব্রণ হলে পিল-অফ মাস্ক ব্যবহার করুন। পিল-অফ মাস্ক একটা জেলের মতো দেখতে জিনিস যা মুখে লাগানোর পর শুকিয়ে যায় আর তা টেনে তুলতে হয়। মাস্ক টেনে তোলার সময়ই মুখে জমে থাকা সমস্ত মৃত কোষ ও ধুলো-ময়লাও মাস্কের সঙ্গেই উঠে আসে। 

আর ত্বক যদি খুব শুষ্ক হয় তবে আপনার জন্য চাই স্লিপ মাস্ক বা ওভারনাইট মাস্ক। এই মাস্ক মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়তে পারেন। শুষ্ক ত্বকে আর্দ্রতা ফিরে পেতে এই মাস্কের জুড়ি নেই। 

উজ্জ্বল লাবণ্যময় ত্বক চান? ব্যবহার করুন শিট মাস্ক। পাতলা তুলোর কাপড়ের মতো দেখতে এই মাস্কে সিরামসহ নানান উপকারী উপাদান মেশানোই থাকে, যা ত্বকে অ্যান্টি-অক্সিডেন্টের জোগান দেয়। 

সব শপিংমলেই কসমেটিকসের দোকানে মাস্কগুলো পেয়ে যাবেন। কেনার সময় মেয়াদ দেখে নিন।