মো. শামীম আহম্মেদ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদ (মোচাগড়া) মিলনায়তনে রোববার বিকেলে উন্মুক্ত ভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী নির্বাচন করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই বাছাই করেন উপজেলা ডেভেলাপমেন্ট ফ্যাসিলেটিটর সোহেল রানা, উপজেলা সমাজ সেবা বিভাগের উচ্চমান সহকারী যুক্ত হিসাব রক্ষক মোহাম্মদ আলী মজুমদার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জেসমিন আক্তার মিনু, ইউনিয়ন সমাজ কর্মী সাবিনা ইয়াছমিন, আবুল হাসেম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, ইউপি সচিব কৃষ্ণ দেবনাথ, ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য রাশেদা বেগম, মিনুয়ারা বেগম, রোশনা বেগম, ননী গোপাল শিব, আক্তার হোসেন ভুইয়া, জহিরুল হক খোকন, নান্নু মিয়া বেগ, আনিসুজ্জামান দুলাল, বশির আহম্মেদ সরকার দিপু, জজ মিয়া ও আবুল খায়ের প্রমুখ।
যাচাই বাছাই শেষে ৫৬ জন বয়স্ক, ৩৭ জন বিধবা ও ৯১ জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী নির্বাচন করা হয়।