বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা):
নারীদেরকে উদ্যোক্তা হিসাবে এগিয়ে আসতে হবে।তৃনমূল পর্যায় থেকে নারীদেরকে যথাযথ প্রশিক্ষন দিয়ে দক্ষ হিসাবে গড়ে তুলে বাংলাদেশকে আর্থ-সামাজিক ভাবে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করতে হবে।
আসন্ন মুজিব বর্ষ উদযাপনের প্রস্তুতি হিসাবে ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে স্থানিয় সরকার মন্ত্রনালয়ের কুমিল্লা জেলার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান এ কথা বলেন।
২০১৮-২০২০খ্রী: অর্থ বছরে এ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের অনুকূলে স্থানিয় সরকার বিভাগ হতে প্রাপ্ত বরাদ্ধ দ্ধারা গ্রহন কৃত প্রকল্প কাজের অগ্রগতি ও স্থানিয় সরকার বিষয়ক সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা ফেসিলেটেটর মো: শাহরিয়ার হোসেন, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান বন কুমার শিব, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি মুরাদনগর উপজেলা শাখার সভাপতি চন্দন কুমার দাশ প্রমুখ। সভায় বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন উপিজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, উপজেলা প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় প্রধান অতিথি আরো বলেন মুজিব বর্ষে প্রত্যেকটি ইউনিয়ন হবে এক একটি মডেল । প্রতিটি ইউনিয়ন পরিষদে সুনির্দিষ্ট ভাবে যে ১১টি কাজ দেয়া হয়েছে তা সুন্দর ভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। মানুষকে ভাল কিছু করার উৎসাহ উদ্দিপনা দিন।