মোঃ জুয়েল রানা, তিতাস ( কুমিল্লা):
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন কুমিল্লা তিতাস প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক আসলাম এর নেতৃত্বে উপজেলা পরিষদ মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি এস.এ ডিউক, শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক হালিম সৈকত, শামসুদ্দিন আহমেদ সাগর, মহসিন হাবিব, সাংগঠনিক সম্পাদক সজিব আহমেদ সাদ্দাম, কোষাধ্যক্ষ জুয়েল রানা, সদস্য জহিরুল ইসলাম পাশা, বিল্লাল মোল্লা প্রমুখ। পরে ভাষা শহীদদের স্মরণে প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।