মো. তপন সরকার, হোমনা ( কুমিল্লা ) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২০ উপলক্ষে পাঁচ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে গণপাঠাগারের উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমীর চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
এসময় সেলিমা আহমাদ মেরী এমপি বলেন, ইন্টারনেট ব্যবহার করে আপনারা যে আনন্দ পান, তার থেকে বই পড়ে বেশি আনন্দ পাবেন। বই জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে। দেশকে প্রকৃত ভালোবাসতে হলে বই পড়তে হবে। সবাই বই কিনে পড়ুন ও পাঠাগার তৈরি করুন। তিনি আরো বলেন, সাংস্কৃতিক চর্চা হলো অপসংস্কৃতি রোধের প্রধান উপায়। বর্তমান ফেসবুক-ইন্টারনেটের যুগে নতুন প্রজন্মকে কাগজের বইয়ের প্রতি আকৃষ্ট হওয়ার জন্যে তিনি আহবান জানান।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া , পৌর মেয়র এ্যাড. মো.নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, যুগ্ন সম্পাদক গাজী মো. ইলিয়াস, সদস্য মাহবুবুর রহমান খন্দকার, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল প্রমূখ।
পরে সেলিমা আহমাদ (মেরী) এমপি একুশে বই মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন প্রকাশনীর অন্তত ১৪ টি স্টল স্থান পেয়েছে। আজ ২১ ফেব্রুয়ারি থেকে ২৫ শে ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।