শামীম আহম্মেদ, মুরাদনগর:
বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুরে অবস্থিত ঐতিহ্যবাহী অধ্যাপক আব্দুল মজিদ কলেজে তিন দিন ব্যাপী বই মেলা শনিবার রাতে সম্পন্ন হয়েছে।
ভাষা শহীদদের স্মরণে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ। কলেজ অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রাক্তণ ছাত্র ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুল ইসলাম সাইফ।
এতে বক্তব্য রাখেন মেলা কমিটির আহবায়ক মোহাম্মদ শাহ আলম, সহকারী অধ্যাপক আবদুল ওয়াদুদ সরকার, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোস্তফা কামাল, প্রভাষক শেখ মশিউর রহমান, জিন্নাতে পারভীন, তাহমিনা আক্তার, সাইফ উদ্দিন মাখন।
গনিত বিভাগের প্রভাষক মোতাহের হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, কলেজ গভার্ণিং বডির সদস্য নাজমুল হক নাজিম, জসিম, উদ্দিন, কাজী মোশাররফ হোসেন, কামরুল হাসান, মজিবুর রহমান সরকার ও মনিরুল হক প্রমুখ। আলোচনার শুরুতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা কবিতা আবৃতি, দেশাত্ববোধক গান, নৃত্য, জারি গান ও উপস্থিত বক্তৃতায় অংশ নেয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে তিনদিন ব্যাপী বই মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। পরে তিনি বই মেলায় প্রদর্শিত গ্রাম পাঠাগারসহ ৪০টি স্টল ঘুরে দেখেন।
কলেজ অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরী জানান, ২০০২ সাল থেকে অধ্যাপক আব্দুল মজিদ কলেজে তিনদিন ব্যাপী বই মেলা হয়ে আসছে। আঞ্চলিক সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব সমৃদ্ধি লেখকদের লেখা নিয়ে নতুন নতুন অনেক বই এবারের বই মেলায় স্থান পেয়েছে। প্রতিদিনই মেলায় মানুষের ঢল নামে। এবারের মেলায় প্রায় ৫ লাখ টাকার বই বিক্রি করা হয়েছে।