মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা নেদায়ে ইসলাম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার মনির খাঁন তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন।
ডালপা নেদায়ে ইসলাম দাখিল মাদ্রাসার সুপারের কক্ষে রবিবার দুপুরে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদারের সভাপতিত্বে অভিভাবক সদস্য ফুল মিয়া বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মনির খাঁনের নাম প্রস্তাব করলে প্রতিষ্ঠানের দাতা সদস্য জালাল উদ্দিনসহ সকল সদস্যের সম্মতিতে মনির খাঁন টানা তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হন।