কবির হোসেন সওদাগর, তিতাস ( কুমিল্লা) :
কুমিল্লার তিতাসে সোমবার হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উপর ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শরিফ রফিকুল ইসলাম ও উপজেলা মেডিকেল অফিসার ডা. এমদাদুল হক শুভ।
আগামী ১৮ মার্চ থেকে ৩ সপ্তাহব্যাপি ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কমবয়সী সকল শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। প্রথম সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠানের যেসব শিক্ষার্থী চতুর্থ শ্রেণি বা সমমান পর্যায় পর্যন্ত অধ্যয়নরত আছে তাদের টিকা প্রদান করা হবে। পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে নিয়মিত টিকাদান কেন্দ্রে উক্ত কর্মসূচি পালিত হবে।
এদিকে যেসব শিশুরা নিয়মিত টিকা নিয়ে আসছে তাদেরকেও এদের আওতায় আনা হবে।
উক্ত অবহিকরণ সভায় জানানো হয়, এটা অতিরিক্ত টিকা হিসেবে গণ্য হবে। তবে এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই উক্ত সময়ে নির্দিষ্ট বয়সের শিশুকে গ্রহণের জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।