শামীম আহম্মেদ, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হায়দরাবাদ গ্রামে প্রতিষ্ঠিত সায়েমা হক মেমোরিয়াল হাফিজিয়া এতিমখানা থেকে কোরআনে হাফেজ ছাত্রদের শনিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে পাগড়ী প্রদান ও সনদ বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন হক শিক্ষা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী আলহাজ্ব সামছুল হক।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী রেজিস্টার গোলাম কিবরিয়া।
এতিমখানার সভাপতি ও বেগম জাহানারা হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হায়দরাবাদবেগম জাহানারা হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মেজর আসাদুজ্জামান, সামছুল হক কলেজের অধ্যক্ষ মাহবুব আলম, বেগম জাহানারা হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, হায়দরাবাদ মাসুম বিল্লাল দাখিল মাদরাসার সুপার হাফেজ হোসাইন আহম্মেদ, পান্ডুঘর দরবার শরীফের পীরজাদা গোলাম জিলানী, আন্দিকুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের, হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বেগম জাহানারা হক বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আরিফুল ইসলাম হারুন ও ডালপা মসজিদের খতিব মাওলানা আক্তার হোসেন।