মাহবুব আলম আরিফ:
“ভোটার হয়ে ভোট দেব , দেশ গড়ায় অংশ নেবো” এই প্রতিপাদ্যকে সামণে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় র্যালী ও আলোচানা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
সোমবার (২মার্চ) সকাল ১০ঃ৩০ মিনিটে উপজেলা নির্বাচন অফিসের এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।
মুরাদনগর উপজেলা নির্বাচন অফিসার মাসুদ আহমদ সিকদার এর সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রমেন কুমার সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী আফজালের রহমানসহ উপজেলা কর্মকর্তা ও কর্মচারী এবং সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।