ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, মহাসংকটে যাত্রাীরা

এন এ মুরাদ, মুরাদনগর:

কুমিল্লা সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ ও দেবিদ্বারএলাকারতীব্র যানজটেরকারনে মহাসংকটে যাত্রীরা। অতিরিক্ত ভাড়া দিয়েও কেউ সঠিক সময়ে গন্তব্য স্থানে পৌছতে পারছেনা। মহাসড়কের এই যানজটেরকারনে রাগে ক্ষোভে ফোসে উঠছে সর্বসাধারন।

সরেজমিন সূত্রেজানাযায়, দেবিদ্বারের অংশে সওজের কাজ চলা কারনে যানজট লেগে থাকলেও কোম্পানীগঞ্জ এলাকায় মাটিবাহী ট্রাকটারই যানজটের মূলকারন। অনুমোদনহীন এই ট্রাকটর গোমতীর চর থেকে মাটিনিয়ে বেড়িবাধ দিয়ে মহাসড়কে উঠে যানজট সৃষ্টি করছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় গাড়ি গুলো চলারকারনে এই ব্যাপারে তেমন কোন পদক্ষেপ নেওয়া হয়না। মাঝেমধ্যে লোক দেখানোর মত দু’একটি মবিল কোর্ট পরিচালনা করা হয়। এতে করে বড় ধরনের কোন সাজা না থাকায় গাড়ি গুলো বেপরোয়া গতিতে দাবড়িয়ে বেড়াচ্ছে মহাসড়কে। আর এর কারনে তৈরি হচ্ছে প্রতিদিন লম্বা লম্বা যানজট। ঘটছে বিভিন্ন সময়ে দূর্ঘটনা।

ফারজানা ও নিউ জনতার সুপার-ভাইজাররা জানান , এই যানজটের মূলকারনই হচ্ছে মাটিবাহী ট্রাক্টার। আমরা কাউন্টার থেকে নিদিষ্ট সময়ে গাড়ি ছেড়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারিনা।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আবদুর রব জানান, এই যানজট নিরসনে প্রতিদিনই আমাদের টিম কাজ করছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরন অনুষ্ঠিত

কুমিল্লা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, মহাসংকটে যাত্রাীরা

আপডেট সময় ০৩:১৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০

এন এ মুরাদ, মুরাদনগর:

কুমিল্লা সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ ও দেবিদ্বারএলাকারতীব্র যানজটেরকারনে মহাসংকটে যাত্রীরা। অতিরিক্ত ভাড়া দিয়েও কেউ সঠিক সময়ে গন্তব্য স্থানে পৌছতে পারছেনা। মহাসড়কের এই যানজটেরকারনে রাগে ক্ষোভে ফোসে উঠছে সর্বসাধারন।

সরেজমিন সূত্রেজানাযায়, দেবিদ্বারের অংশে সওজের কাজ চলা কারনে যানজট লেগে থাকলেও কোম্পানীগঞ্জ এলাকায় মাটিবাহী ট্রাকটারই যানজটের মূলকারন। অনুমোদনহীন এই ট্রাকটর গোমতীর চর থেকে মাটিনিয়ে বেড়িবাধ দিয়ে মহাসড়কে উঠে যানজট সৃষ্টি করছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় গাড়ি গুলো চলারকারনে এই ব্যাপারে তেমন কোন পদক্ষেপ নেওয়া হয়না। মাঝেমধ্যে লোক দেখানোর মত দু’একটি মবিল কোর্ট পরিচালনা করা হয়। এতে করে বড় ধরনের কোন সাজা না থাকায় গাড়ি গুলো বেপরোয়া গতিতে দাবড়িয়ে বেড়াচ্ছে মহাসড়কে। আর এর কারনে তৈরি হচ্ছে প্রতিদিন লম্বা লম্বা যানজট। ঘটছে বিভিন্ন সময়ে দূর্ঘটনা।

ফারজানা ও নিউ জনতার সুপার-ভাইজাররা জানান , এই যানজটের মূলকারনই হচ্ছে মাটিবাহী ট্রাক্টার। আমরা কাউন্টার থেকে নিদিষ্ট সময়ে গাড়ি ছেড়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারিনা।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আবদুর রব জানান, এই যানজট নিরসনে প্রতিদিনই আমাদের টিম কাজ করছে।