মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমার প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এ দাবীর প্রতি সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ।
মুজিব বর্ষ উপলক্ষে হকার্স লীগের ব্যানার লাগানোকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যানের ড্রাইভার ও হকার্স লীগের সভাপতির মধ্যে হাতাহাতির ঘটনায় ইউএনও ড্রাইভারের বিচার না করে হকার্স লীগ সভাপতিকে শাসানোর অভিযোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সম্মেলনে সেলিমা আহমাদ মেরী বলেন, ইউএনও’র নিকট হকার্স লীগ সভাপতি লিখিত অভিযোগ দিলেও তিনি সুষ্ঠু বিচার না করে ড্রাইভারে পক্ষ অবলম্বণ করে বিচার শেষ করেন এতে হকার্স লীগ সভাপতি সন্তোষ্ট না হয়ে বিষয়টি আমাকে অবহিত করেন । ইউএনও’র সাথে মোবাইলে কথা বললে তিনি আমার কথা গুরুত্ব না দিয়ে তার সিদ্ধানে অটল থাকেন ।
এ অভিযোগে আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে হকার্স লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ ইউএনও অফিস ঘোরাও করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন ।
সামনে মুজিব বর্ষে আমাদের বিভিন্ন কর্মসূচী পালন করতে হবে ইউএনও’র সাথে নেতাকর্মীদের দুরত্ব থাকলে মুজিব বর্ষের কর্মসূচী পালন করতে পারবো না । তাই আমরা ২৪ ঘন্টার মধ্যে ইউএনও’র প্রত্যাহার দাবী করছি এ সময় পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, শাহীনুজ্জামান খোকন, গাজী ইলিয়াছ, মাহমুবুর রহমান, আকবর হোসেন সরকার, হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন ।
এ বিষয়ে ইউএনও তাপ্তি চাকমা বলেন, ব্যানার টানানো নিয়ে হাকার্স লীগের সভাপতি ও চেয়ারম্যানের ড্রাইভারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন । অভিযোগ পেয়ে সাথে সাথে ড্রাইভারকে ডেকে বিষয়টি উভয়ের মধ্যে মিটমাট করে দিয়েছি । আমি কোন পক্ষপাত্বি করিনি বা কাউকে অশ্রদ্ধা করার প্রশ্ন আসে না । নেতাকর্মীরা এমপি স্যারকে হয়তো ভুল বুঝিয়েছে।