কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাসের একলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথর্ীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ রবিবার ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
একলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহ আলম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শরিফ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসীন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. আমির হোসেন, একলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম ও একলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. মানিক হোসেন প্রমূখ।