কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার প্রতিপাদ্য বিসয় নিয়ে সারা দেশের ন্যায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুমিল্লার তিতাসের গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে রবিবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মান্নান মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম, উপজেলা শিক্ষা অফিসার শরিফ রফিকুল ইসলাম, দারিদ্র বিবোচন কর্মকর্তা মো. ইউনুস মিয়া, গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন প্রমূখ।
উক্ত আলোচনা সভায় শিক্ষাথর্ীদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষাথর্ী নাদিয়া ইসলাম ও দশম শ্রেণির শিক্ষাথর্ী মোহাম্মদ আলী।