এন এ মুরাদ, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর বাজারে সোমবার দুপুরে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাকিং শাখা উদ্বোধন করা হয়।
রুপবাবু বাজার শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যাবস্থাপক আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক কুমিল্লার মহাব্যাবস্থাপক মোঃ আখতারুল আলম।
এসময় অগ্রণী ব্যাংক ঐক্যপরিষদের সভাপতি মোঃ আব্দুর রউফ এর সঞ্চালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে এজেন্ট ব্যাকিং শাখার উদ্বোধন করেন মুরাদনগর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক কুমিল্লার উপব্যাবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ হুমায়ূন কবির, সহকারী মহাব্যাবস্থাপক মোঃ আনোয়ার হোসেন, এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট দুয়ার সার্ভিসের গাফফার খাঁন, প্রিন্সিপাল অফিসার মোঃ মফিজুল হক। ৪নং পূর্বধইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক বন কুমার শীব,মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সহঃপ্রচার সম্পাদক শুকলাল দেবনাথ,বিশিষ্ট বাঙ্গরা বাজার থানা উপজেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মনির খান, ব্যাবসায়ী আবিদ হোসেন , মতিউর রহমান বাচ্চুসহ প্রমুখ।