মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
নানা আয়াজনের মধ্য দিয়ে কুমিল্লার হোমনা-তিতাস দুই উপজেলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আ’লীগও অঙ্গসংগঠনের আয়োজনে গতকাল মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নেতৃত্বে হোমনা পৌরসভা ও তিতাস উপজেলা বঙ্গবন্ধুর ম্যুরালে প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।
পরে হোমনা তিতাসের মাঝামাঝি পঞ্চবটি ব্রিজের উপর রাত আটটা 1 মিনিটে আতশবাজী প্রদর্শন ও কেক কেটে এক আনন্দঘন মুহূর্ত দিয়ে দলীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে শততম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী)।
এ সময় পৌর মেয়র এ্যাড. মো.নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, ওসি আবুল কায়েস আকন্দ, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার,সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস,সদস্য মাহবুবুর রহমান খন্দকার, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, কুমিল্লা (উ:) শ্রমিকলীগের সাংগঠনিক সস্পাদক আকবর হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, আ’লীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার।
অপর দিকে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার রাশেদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মো. মহসীন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. নূর নবী, ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে হোমনা -তিতাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিভিন্ন স্থানে মুক্ত মঞ্চে কেক কেটে ও গাছের চারা রোপন পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা ও তিতাস জিনিয়াস ক্যাডেট স্কুলের প্রিমিয়ার ক্রিকেট লিগ শুভ উদ্বোধন করেন তিনি।