সুমন সরকার, মুরাদনরগর:
কুমিল্লার মুরাদনগরে হোম কোয়ারেন্টাইন না মানায় এক প্রবাসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে উপজেলার মেটংঘর গ্রামে ওই প্রবাসীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ।
এসময় অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। জানা যায়, গত ১৫ই মার্চ দুবাই থেকে মেটংঘর গ্রামের দুজন সহোদর ভাই বাড়িতে আসেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দও থেকে তাদেরকে ১৪দিনের হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা দিলেও তারা তা না মেনে বাড়ির বাহিরে এবং হাট-বাজারে ঘুরাফেরা করছিলো। এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের টিম ওই প্রবাসীর বাড়িতে গিয়ে খোঁজ নিলে একজনকে বাড়িতে পাওয়া যায়। এবং অপরজনের বিষয়ে জানতে চাইলে তার পরিবারের সদস্যরা জানায় সে চিকিৎসার জন্য নবীনগর অবস্থান করছেন।
পরে ওই প্রবাসী বাড়িতে ফিরলে ভ্রাম্যমান আদালত সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে ৫হাজার টাকা জরিমানা করেন। মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ বলেন, বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার সকল প্রবাস ফেরতদের ১৪দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছেন। কিন্তু কিছু প্রবাসী তা অমান্য করে বাড়ির বাহিরে ঘুরাফেরা করছে যা বর্তমান করোনা পরিস্থিতির জন্য খুবই ভয়ানক।
তাই স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ওই প্রবাসীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। যারা হোম কোয়ারেন্টাইন না মেনে ঘুরাফেরা করছেন আমরা তাদের খোঁজখবর নিচ্ছি। যারা সরকারি নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।