চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা :
কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- চালক বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নুর আহাম্মদের ছেলে পেয়ার আহাম্মদ (৩৮) ও যাত্রী লুদিয়ারা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মোঃ বাহার (৪৫)। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক নয়টায় পেয়ার আহাম্মদ তাঁর চালিত সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী বাহারকে নিয়ে আমজাদের বাজার এলাকা থেকে চৌদ্দগ্রামের উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে নানকরা এলাকায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় দুমড়ে মুচড়ে সিএনজি অটোরিকশা রাস্তার পাশে পড়ে যায়। এতে অটোরিকশা চালক পেয়ার আহাম্মদ ও যাত্রী বাহার গুরুতর আহত হন।
খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ শরীফ জানান, ‘দুর্ঘটনা কবলিত গাড়ি ও লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।’