কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা :
কুমিল্লার তিতাসে প্রতিটি গ্রামে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যানের ব্যক্তি উদ্যোগে প্রথম দিন বলরামপুর ইউনিয়নের ১৪টি গ্রামে ১৪০জন শ্রমিক এ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আঃ মান্নান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন প্রমূখ।
এদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বাতাকান্দি বাজার, কড়িকান্দি বাজার, গাজীপুর বাজার, মাছিমপুর বাজার, আসমানিয়া বাজার, কলাকান্দি বাজার, নয়াকান্দি বাজার, দুলারামপুর বাজার, গোপালপুর বাজার, লালপুর বাজার, জগতপুর বাজার, চরকুমারিয়া বাজার, ভূঁইয়ার বাজারের ব্যবসায়ীদের ফার্মেসী, ক্লিনিক, মুদি দোকান, চাউলের দোকান, কাঁচামালের দোকান ব্যতিত অন্যান্য সকল দোকান মঙ্গলবার বিকাল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।