শামীম আহম্মেদ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঁশকাইট পি. জে উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১০৮৫ জন ভোটারের মধ্যে ৮৩৬ জন ভোটার তাদের কাঙ্খিত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করে।
নির্বাচিত অভিভাবক প্রতিনিধিরা হলেন- ছাদেকুর রহমান (প্রাপ্ত ভোট ৫৮২), সফিউল্লাহ সরকার (প্রাপ্ত ভোট ৪৯২), আরিফুর রহমান সরকার (প্রাপ্ত ভোট ৫৬২) ও জাকির হোসেন (প্রাপ্ত ভোট ৩১৭)। পরাজিত প্রার্থীরা হলেন- সেলিম সরকার (প্রাপ্ত ভোট ৩১১), মঞ্জুররুল আলম সরকার (প্রাপ্ত ভোট ১৯৪) ও আলম খান (প্রাপ্ত ভোট ১৪৫)।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার সফিউল আলম তালুকদার। নির্বাচন চলাকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আব্দুস ছামাদ মাঝি ও প্রধান শিক্ষক আব্দুল মতিন।