মোঃ নাজিম উদ্দিনঃ
মুরাদনগর বার্তা টোয়েন্টিফোর ডটকমঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্নস্থান থেকে পৃথক অভিযানে ৩ হাজার পিচ ইয়াবা সহ ৩জন এবং গাঁজা সহ ১জন মোট ৪জনকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাথ থানার জাহালিয়া পাড়ার হাবিবুর রহমানের ছেলে এবং একই থানার পূর্ব নয়া বাজার গ্রামের হাজী মুকবুলের ছেলে ও পশ্চিম নয়া বাজার গ্রামের মাহমুদ হোসেনের ছেলে ) ও কুমিল্লা বুড়িচং উপজেলার জগতপুর মাঝিপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে মোঃ সোহেল(৩০) ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে পৃথক পৃথক অভিযানে থানার এএসআই মোঃ কবির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বাঙ্গরা থানাধীন হায়দারাবাদ, মকলিসপুর গ্যাসফিল্ডের সামনে ও চাপিতলা নামক স্থান থেকে তল্লাশী কালে প্রত্যেকের কাছ থেকে ১হাজার পিস করে মোট ৩ হাজার পিচ ইয়াবাসহ দিলদার মিয়া(২৫) , মোঃ ইউসুফ(২৫) ও আবুল কাশেম(২২) কে আটক করে।
এছাড়া এএসআই সুজনের নেতৃত্বে একদল পুলিশ কড়ইবাড়ি থেকে আধা কেজি গাঁজাসহ মোঃ সোহেল(৩০) কে আটক করে।
এব্যাপারে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, নতুন থানা হওয়ার পর এটি একটি বড় অভিযান। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ওই ঘটনায় আসামীদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।