ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তিতাসে প্রাচীনপন্থায় গ্রামগুলোতে সামাজিক লকডাউন : গ্রাম্য সড়কে যান চলাচল বন্ধ

কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার তিতাসে করোনা ভাইরাসের প্রদুর্ভাব থেকে রক্ষার্থে প্রাচীনপন্থায় গ্রামগুলোতে সামাজিক লকডাউন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের নির্দেশনায় ইউপি চেয়ারম্যানদের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় সচেতনমহল ও যুবসমাজ মঙ্গলবার সকাল থেকে তা বাস্তবায়ন করেন।

খোঁজ নিয়ে জানা যায়, করোনা ভাইরাসের আক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন স্থানীয় জনপ্রতিনিধি ও যুবসমাজকে গ্রামগুলোকে সুরক্ষার স্বার্থে গ্রামের প্রবেশমুখ বন্ধ রাখার আহ্বায়ন জানান। মঙ্গলবার সকাল থেকে উপজেলার প্রতিটি গ্রামের প্রবেশমুখে প্রাচীনপন্থায় গাছ-গাছালির ডাল, বাঁশ ও গাছের গুড়ি ফেলে যান চলাচল ও জনগণের অবাধ চলাফেরা বন্ধ করে দেওয়া হয়েছে।

ফোনে এলাকার একাধিক ব্যক্তি জানান, গ্রামগুলোর মানুষকে সুরক্ষার জন্য গ্রামবাসীর উদ্যোগেই গ্রামগুলো লকডাউন ঘোষনা করেছে। উপজেলার প্রতিটি গ্রামের সংযোগ সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ কারণ ছাড়া যাতে এক গ্রামের লোক অন্য গ্রামে আসা যাওয়া করতে না পারে, যানবাহন চলাচল করতে না পারে সেই জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামের চায়ের দোকানে আড্ডা, অবাধ চেলাফেরা না করার জন্যও বিভিন্ন গ্রামে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার বলেন, প্রশাসনের পক্ষ থেকে কোন গ্রাম লকডাউন করা হয়নি। তবে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যদি জনপ্রতিনিধিগণ গ্রামগুলোকে লকডাউন করেন তাহলে প্রশাসনের দ্বিমত করার কোন সুযোগ নেই।

উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, এই মুহুর্তে আমাদের আরো সচেতন হওয়ার প্রয়োজন। নিজ ঘরে অবস্থান ছাড়া এখন করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার কোন উপায় নেই। তাই ভবিষ্যৎ তিতাসের কথা চিন্তা করে মঙ্গলবার ভোর থেকে উপজেলার প্রতিটি গ্রামকে সামাজিক লকডাউন ঘোষণা করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

তিতাসে প্রাচীনপন্থায় গ্রামগুলোতে সামাজিক লকডাউন : গ্রাম্য সড়কে যান চলাচল বন্ধ

আপডেট সময় ০৪:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০

কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার তিতাসে করোনা ভাইরাসের প্রদুর্ভাব থেকে রক্ষার্থে প্রাচীনপন্থায় গ্রামগুলোতে সামাজিক লকডাউন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের নির্দেশনায় ইউপি চেয়ারম্যানদের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় সচেতনমহল ও যুবসমাজ মঙ্গলবার সকাল থেকে তা বাস্তবায়ন করেন।

খোঁজ নিয়ে জানা যায়, করোনা ভাইরাসের আক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন স্থানীয় জনপ্রতিনিধি ও যুবসমাজকে গ্রামগুলোকে সুরক্ষার স্বার্থে গ্রামের প্রবেশমুখ বন্ধ রাখার আহ্বায়ন জানান। মঙ্গলবার সকাল থেকে উপজেলার প্রতিটি গ্রামের প্রবেশমুখে প্রাচীনপন্থায় গাছ-গাছালির ডাল, বাঁশ ও গাছের গুড়ি ফেলে যান চলাচল ও জনগণের অবাধ চলাফেরা বন্ধ করে দেওয়া হয়েছে।

ফোনে এলাকার একাধিক ব্যক্তি জানান, গ্রামগুলোর মানুষকে সুরক্ষার জন্য গ্রামবাসীর উদ্যোগেই গ্রামগুলো লকডাউন ঘোষনা করেছে। উপজেলার প্রতিটি গ্রামের সংযোগ সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ কারণ ছাড়া যাতে এক গ্রামের লোক অন্য গ্রামে আসা যাওয়া করতে না পারে, যানবাহন চলাচল করতে না পারে সেই জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামের চায়ের দোকানে আড্ডা, অবাধ চেলাফেরা না করার জন্যও বিভিন্ন গ্রামে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার বলেন, প্রশাসনের পক্ষ থেকে কোন গ্রাম লকডাউন করা হয়নি। তবে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যদি জনপ্রতিনিধিগণ গ্রামগুলোকে লকডাউন করেন তাহলে প্রশাসনের দ্বিমত করার কোন সুযোগ নেই।

উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, এই মুহুর্তে আমাদের আরো সচেতন হওয়ার প্রয়োজন। নিজ ঘরে অবস্থান ছাড়া এখন করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার কোন উপায় নেই। তাই ভবিষ্যৎ তিতাসের কথা চিন্তা করে মঙ্গলবার ভোর থেকে উপজেলার প্রতিটি গ্রামকে সামাজিক লকডাউন ঘোষণা করা হয়েছে।