আন্তর্জাতিক ;
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৩৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৪৭ জন মানুষ ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে মহারাষ্ট্র রাজ্যে। রাজ্যটিতে এ পর্যন্ত ১,৩৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
ভারতে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার ঠেকাতে টানা ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৪ এপ্রিল ভারতের লকডাউন শেষ হওয়ার কথা রয়েছে। তবে এটি বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।