মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর দিক নির্দেশনায় উপজেলা জাতীয় শ্রমিকলীগের প্রচার সস্পাদক জুয়েল রানা’র উদ্যোগে গরীব, দুস্থ, অসহায় ও পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বিকাল সাড় ৪ টার দিকে ঘারমোরা ইউনিয়ন ৩নং ওয়ার্ড মনিপুর গ্রামে ১০০ জন দরিদ্রের পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, ঘারমোরা ইউনিয়নের আ’লীগের সাধারণ সস্পাদক হাজ্বী একে এম মনিরুজ্জামান মনির, ঘারমোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আমিন হোসেন জিল্লু, জাতীয় শ্রমিকলীগ প্রচার সম্পাদক মো.জুয়েল রানা, ৩নং ওয়ার্ডের মনির মেস্বার, ঘারমোরা ইউনিয়ন যুবলীগের সদস্য শাহিন ভূইয়া, আ’লীগের সদস্য আলিম ভূইয়া, উপজেলা ছাত্রলীগ যুগ্ন সাধারণ সস্পাদক মো. ইসাক, ঘারমোরা ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি মফিজুল ইসলাম তুষার, উপজেলা ছাত্রলীগ সদস্য মো.রিমন, যুবলীগ নেতা আবুল খায়ের সরকার প্রমূখ।
এছাড়া কুমিল্লা-২ হোমনা-তিতাস সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী’র) নিজস্ব অর্থায়নে হট লাইনের মাধ্যমে বিভিন্ন স্থানে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।
জানা গেছে, তিনি প্রত্যেকের মাঝে চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, শিশুদের জন্য দুধের প্যাকেট বিতরণ করা হচ্ছে।