শামীম আহম্মেদ/ রায়হান চৌধুরী/এন এ মুরাদ:
কুমিল্লার মুরাদনগরে খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়মের অভিযোগে পূর্বধইর পশ্চিম ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম চেয়ারম্যানের প্রতিবেশী ভাতিজা ও চালের ডিলার আল-আমিনকে(২৮) সাত দিনের জেল দেয় ভ্রাম্যমান আদালত।
একই সাথে ডিলারশীপ বাতিল ও কর্তব্যে অবহেলার দায়ে ইউনিয়ন ট্যাগ অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত আল-আমিন নবীয়াবাদ গ্রামের খোরশিদ মিয়ার ছেলে ও ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলামের প্রতিবেশী ভাতিজা।
বুধবার বিকেলে উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল হাটাশ বাজারে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই জেল দেন। একই সাথে আল-আমিনের ডিলারশীপ বাতিল ও তার দোকান ঘর সীলগালা করে দেওয়া হয়েছে। কর্তব্যে অবহেলার দায়ে ইউনিয়ন ট্যাগ অফিসার ও জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাদেক মোহাম্মদ জুনায়েদকে ঐ ইউনিয়ন থেকে প্রত্যাহার করা হয়েছে।
পূর্বধইর পশ্চিম ইউনিয়নের ডিলার আল-আমিন বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমাকে কাগজ কলমে রাখা হয়েছে। কিন্তুু সবকিছু নিয়ন্ত্রণ করতো প্রতিবেশী কাকা শরিফ চেয়ারম্যান, তার ভাই ইকবাল কাকা ও আনোয়ার কাকা।
বুধবার বিকেলে দন্ডপ্রাপ্ত ডিলার আল-আমিনকে বাঙ্গরা বাজার থানায় সোপর্দ করলে পুলিশ তাকে কুমিল্লার কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করেছে।